জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টা ১৫ মিনিটে। সফরের প্রাক-প্রস্তুতিতে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন থাকছে না। প্রথম ম্যাচে মাঠে নামার আগে সময় পাওয়া যাবে মাত্র দুদিন। সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশের ওয়ালটন। সিরিজের পাওয়ার স্পন্সর ইস্পাহানি।
জিম্বাবুয়ের সফরের জন্য শুক্রবার দল ঘোষণা করা হয়। মাহমুদউল্লাহর বদলে জিম্বাবুয়ে সফরে টি ২০ অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে। টি ২০ দলে নেই মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন নুরুল হাসান।
জিম্বাবুয়ে সফরে তিনটি করে টি ২০ ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সফর শুরু হবে টি ২০ সিরিজ দিয়ে। ৩০ ও ৩১ জুলাই প্রথম দুটি এবং ২ আগস্ট তৃতীয় ও শেষ টি ২০। তিনটি ওয়ানডে ৫, ৭ ও ১০ আগস্ট। সব ম্যাচ হারারেতে।