20 C
Dhaka

অস্ট্রেলিয়া সরকারের ‘থ্যাংক ইউ মানি’ পেলেন বাংলাদেশি প্রবাসী

প্রকাশিত:

অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ’র হেলথ কেয়ার ষ্টাফদের করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দেওয়ায় বেশকিছু স্বাস্থ্যকর্মীকে ‘থ্যাংক ইউ মানি’ দিয়েছেন দেশটির সরকার। যাদের মধ্যে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি রয়েছে।

এনএসডব্লিউ স্বাস্থ্যকর্মীদের প্রত্যেককে ৩ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী, মেডিকেল অফিসার ও কিছু এজেন্সি নার্স এই থ্যাংক ইউ মানি পাবেন। তবে সিনিয়র এক্সিকিউটিভ সার্ভিস ও হেলথ এক্সিকিউটিভ কর্মীরা এই অর্থ পাবেন না। এ অর্থ পাওয়ার জন্য অবশ্যই একজন স্বাস্থ্যকর্মীকে চলতি বছরের ১ এপ্রিল থেকে চাকুরিতে নিযুক্ত থাকতে হবে।

অস্ট্রেলিয়ান সরকারের দেওয়া থ্যাংক ইউ মানি পাওয়া স্বাস্থ্যেকর্মী সৈয়দ রাসেল বলেন, ‘পদক্ষেপটা ভালো ছিল কিন্তু প্রায় অর্ধেক টাকাই সরকার নিয়ে নিয়েছে। যেমন সুপারনিয়েশনে ৩০০ ডলার এবং কর বাবদ ১০০০ ডলার কেটে নিয়েছে সরকার। অর্থাৎ আমরা হাতে পেয়েছি মাত্র ১৭০০ ডলার। এটা আমাদের কাম্য ছিল না।’

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img