ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে ৫০ বছর বয়সী আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার দস্তমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তিন সন্তানের জনক আব্দুর রহমান শুক্রবার দুপুরে এলাকার ৭ বছর বয়সী এক শিশুকন্যাকে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে এনে ঘরের ভেতরে নিয়ে ধ-র্ষ-ণের চেষ্টা করে। পরে বিষয়টি ওই শিশুকন্যার পরিবারসহ এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আব্দুর রহমানকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় শিশুকন্যার পিতা বাদী হয়ে আব্দুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ শনিবার সকালে আব্দুর রহমানকে জেলহাজতে পাঠিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শিশুকে ধ-র্ষ-ণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।