বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিননামা দাখিল করা হয়েছে।
সোমবার (০৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেটরোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে এ জামিননামা দাখিল করা হয়।
দুই নেতার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, উচ্চ আদালত থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস যে জামিন পেয়েছেন সেই আদেশ বিচারিক আদালতে এসেছে৷ আদেশ মোতাবেক আমরা জামিননামা দাখিল করেছি। বিচারিক আদালত জামিননামা গ্রহণ করেছেন। এখন এটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। আশা করছি, আজই তারা কারামুক্ত হবেন।
গত ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার (০৯ ডিসেম্বর) আদালতে হাজির করা হয়।
ওইদিন বিকেল ৫টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে তাদের মাইক্রোবাসে করে কারাগারে পাঠানো হয়।