28 C
Dhaka

আমরা কাউকে ভয় পাই না: পাপন

প্রকাশিত:

ওয়ানডে ফরম্যাটে যতটা না বাঘের গর্জন টি-টোয়েন্টিতে ততটাই ম্রিয়মান বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পরও ছন্দে ফিরতে পারেনি টাইগাররা। বিষয়টি আমলে নিয়ে অধিনায়কের পর কোচই বদলে ফেলেছে বিসিবি।

এতেও দুশ্চিন্তামুক্ত হননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের এশিয়া কাপে জাতীয় দলের সঙ্গে আরব আমিরাতে গেছেন তিনি। পাশে থেকেই ক্রিকেটারদের উৎসাহ দিতে চান তিনি।

শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি টিম হোটেলে দলের খেলোয়াড়দের সঙ্গেই দেখেছেন পাপন। শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তানের এমন আগ্রাসী ব্যাটিং দেখে পাপনের দুশ্চিন্তা আরও বেড়ে গেল। কপালের চিন্তার ছাপ স্পষ্ট হলেও কোনো দলকেই ভয় পান না বলে জানিয়ে দিলেন পাপন।

উপস্থিত সাংবাদিকদের বিসিবি সভাপতি বললেন, ‘আমরা কাউকে ভয় পাই না, এটা হলো বড় কথা। আমরা প্রথম ম্যাচটাই জিততে চাই। যাতে টুর্নামেন্টে একটা ভালো অবস্থানে থাকা যায়।’

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের প্রসঙ্গে পাপন বলেন, ‘সব সময় বলেছি আফগানিস্তানকে ছোট করে দেখা যাবে না। টি-টোয়েন্টি ওরা খুব শক্তিশালী। তবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে দেখে চাঙা ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। আসলে আমি নিজের দলকে নিয়েই চিন্তিত। আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ, আমরা এটার ওপরেই মনোযোগ দিচ্ছি। এটা যদি আমরা জিতে চাই, তাহলে শ্রীলঙ্কার সাথেও জিতবো, সবগুলোই জিতব ইনশাআল্লাহ্।’

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img