18 C
Dhaka

আর্জেন্টিনার একাদশে ঢুকলেন ফার্নান্দেস-আলভারেস

প্রকাশিত:

মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না হুলিয়ান আলভারেস ও এনসো ফার্নান্দেস। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তারা নামতেই বদলে গিয়েছিল খেলার গতিপথ।

এবার পোল্যান্ডের বিপক্ষে দুজনকে শুরুর একাদশেই নিয়ে এসেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাদের জায়গা দিতে একাদশ থেকে ছিটকে গেছেন গুইদো রদ্রিগেস ও লাউতারো মার্তিনেস।

এর বাইরে রক্ষণেও একটি বদল এনেছেন স্কালোনি। আগের ম্যাচে লিসান্দ্রো মার্তিনেস শুরু করেছিলেন। এবার আবারও তাকে বদলে নামাচ্ছেন ক্রিস্তিয়ান রোমেরোকে। পোল্যান্ডের ফুটবলারদের উচ্চতার কথা মাথায় রেখেই হয়তো তিনি নিয়েছেন এমন সিদ্ধান্ত।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্তিনেস
নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, ওতামেন্দি, আকুনা
দি পল, এনসো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্তার
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, দি মারিয়া

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img