আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় পাওনা টাকা চাইতে গেলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৪/৭। মামলা হওয়ার পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ ও আহত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা পাওনা ছিল একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ভালুকশী গ্রামের কাজী ইদ্রিস হোসেনের।
বুধবার, ২৩ নভেম্বর সন্ধ্যায় কাজী ইদ্রিস তার পাওনা টাকা চাইতে গেলে তাকে বখতিয়ার শিকদারের ছেলে রফিক, সজিব এবং রাজিব শিকদার মিলে মারধর করে গুরুতর আহত করে। এসময় ইদ্রিসের সাথে থাকা স্বর্ণের চেইন, নগদ ২০ হাজার টাকাও ছিনিয়ে নেয়া হয়। আহত অবস্থায় স্থানীয়রা কাজী ইদ্রিসকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর সকালে আওয়ামী লীগ নেতা কাজী ইদ্রিস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার দিনেই পুলিশ দুই আপন ভাই সজিব ও রফিক সিকদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজনকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে পাঠানো হয়।