জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯৪তম শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর প্রধান অতিথি হিসেবে যে হয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯৪তম শাখা উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।
ইসলামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯৪তম শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ইসলামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯৪তম শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির হন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, ময়মনসিংহ জোন প্রধান মো. আনিসুল হক, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুল নাসের, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, ইসলামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী এবং জামালপুর আইন কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম।
এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামপুর শাখাপ্রধান আব্দুল মতিন সরকার। গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী আহমেদুল কবির মিনু, ইসলামপুর চেম্বার অব কর্মাসের সভাপতি আব্দুল আউয়াল খান লোহানী ও নারী উদ্যোক্তা আফরিনা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, দেশের বৃহত্তম ব্যাংক হলো ইসলামী ব্যাংক। কর্মকর্তাদের সততা এবং আন্তরিকতায় মুগ্ধ হয়ে গ্রাহকরা এই ব্যাংকের প্রতি আকৃষ্ট হন।
আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে ইসলামী ব্যাংকের উল্লেখযোগ্য অবদান আছে। ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুরে মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগেরও আহ্বান জানান তার বক্তব্যে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ মুনিরুল মওলা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রযুক্তি এবং অবকাঠামোগত দিক দিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা এবং করোনার ধাক্কা সামলে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয়ও বেড়েছে বহুগুণ।
মুহাম্মদ মুনিরুল মওলা জানান, আগের চেয়ে বর্তমানে ইসলামী ব্যাংকের রপ্তানি পণ্যের সংখ্যা অনেক বেড়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো গার্মেন্টস। গার্মেন্টস শিল্পের বিকাশে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে দারিদ্র বিমোচনেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ব্যাংকটি।
এ সময় আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সবার প্রতি আহবান জানান মুহাম্মদ মুনিরুল মওলা।