31 C
Dhaka

ইসলামী ব্যাংকের শরীআহ বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ এবং সাউথ জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৯ নভেম্বর ইসলামী ব্যাংক টাওয়ারে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী সভায় প্রধান অতিথি হিসেবে এবং ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাকা নর্থ জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা সাউথ জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন। ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালনের সুফল নিয়ে আলোচনা করেন শরীআহ সেক্রেটারিয়েটের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হাবিবুর রহমান। ব্যাংকের বিনিয়োগ গ্রাহকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img