31 C
Dhaka

উইঘুর মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবি আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মের

প্রকাশিত:

চীনের উইঘুর মুসলমানদের উপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের নেতৃবৃন্দ। শুক্রবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবে এক আলোচনা ও প্রতিবাদ সভায় এই আহ্বান জানান তারা।

চীনের উইঘুর মুসলমানদের উপর চালানো নির্যাতনকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবি করে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ।

প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন, চীনে ২২ লাখ তুর্কি ও উইঘুর মুসলিমদের উপর দীর্ঘদিন ধরে গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতন, যৌ-ন নির্যাতন চালানো হচ্ছে। চীনা সরকার মিডিয়ার সব কর্মকাণ্ড স্তব্ধ রেখে বছরের পর বছর ২২ লাখ মুসলিমকে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে তাদের প্রতিনিধির মাধ্যমে নির্যাতন, হত্যাসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ চট্টগ্রাম মহানগর সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের আমীর আল্লামা আনাস মাদানী।

প্রধান আলোচক ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের ভাইস চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী ফারুকী।

এছাড়া আলোচনায় অংশ নেন ইউসিটিসি ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলান নুর আজিজী, দৈনিক যুগান্তরের সহসম্পাদক মুফতি তানজিল আমীর, সংসদের কেন্দ্রীয় মহাসচিব ইয়াসীন হাবিব, প্রেসিডিয়াম সদস্য মাওলানা আব্দুল জব্বার সহ আরো অনেকে।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img