31 C
Dhaka

এবার তিন আপনজনকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমণি

প্রকাশিত:

জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিনের অনুষ্ঠান। গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতে এ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এবার তিন আপনজনকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন নায়িকা পরীমণি। চলতি বছরের আগস্টে তিনি মা হয়েছেন। ফলে এটিই মা পরীর প্রথম জন্মদিন। আবার শেষ জন্মদিন উদযাপনও বটে! কেননা, পরী জানিয়েছেন আগামী বছর থেকে ছেলের জন্মদিনেই ধুমধাম করবেন, নিজেরটা থাকবে সাধারণ।

এবার সাদা আর জলরঙের বাহারি সাজসজ্জা। পায়রার পালকের আদলে সাজানো মঞ্চ। রাত সাড়ে ১১টার দিকে সেই মঞ্চে নেমে এলো শ্বেতশুভ্র এক পরী! কাকতাল হলেও একই সময়ে থেমেছে ঝড়ের গতি, শহরে নেমেছে স্থিরতা। যেন পরীর আগমনের অপেক্ষাতেই অস্থির ছিল সিত্রাং!

এর আগে পরীকে ভালোবাসাময় শুভেচ্ছায় ভাসিয়েছেন স্বামী শরিফুল রাজ। সোশাল মিডিয়ায় স্ত্রীর মুখছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার জীবনে যে আলো নিয়ে এসেছে, সেই নারীকে জন্মদিনের শুভেচ্ছা। আমার প্রিয় যত্নবান ও প্রেমময় বউ, তুমি সেই মানুষ যাকে আমি বিশ্বাস করতে পারি; এবং আমি খুবই ভাগ্যবান যে তোমাকে আমার পাশে পেয়েছি। উপভোগ করো বিশেষ দিন, যা তুমি প্রাপ্য।’

রাজের সেই পোস্টে সাড়া দিয়েছেন পরীও। মন্তব্যের ঘরে একবাক্যে প্রকাশ করেছেন অনুভূতি, ‘আমার ঝড় বৃষ্টির সাথী, আমি তোমাকে অনেক ভালোবাসি।’

পরীমণি বলেন, ‘আমি এখনও ট্রমাটাইজ হয়ে আছি। কাল রাতে রাস্তায় যে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছি, সেটা বলে বুঝাতে পারবো না। সঙ্গে নানুভাই ছিল, রাজ্য ছিল- ভয়ে আমরা স্তব্ধ হয়ে ছিলাম। এরপরেও যে অনুষ্ঠানে যেতে পেরেছি। সবকিছু সুন্দরভাবে শেষ করতে পেরেছি এটাই শুকরিয়া। তবে গতরাতের কথা ভাবলে এখনও ট্রমাটাইজ হয়ে যাই। জীবনে এমন ভয়ংকর অভিজ্ঞতা আর হয়নি।’

উল্লেখ্য, পরীমণির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে তিনি ঢালিউডে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তাকে দুই ডজনের বেশি সিনেমায় দেখা গেছে। সর্বশেষ তাকে দেখা গেছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমায়। এটি গেলো ১১ মার্চ মুক্তি পেয়েছিল।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img