20 C
Dhaka

এশিয়া কাপের দলে যুক্ত হচ্ছেন ওপেনার নাঈম শেখ

প্রকাশিত:

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন ওপেনার নাঈম শেখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে বিষয়টি জানা গেছে। এছাড়া এশিয়া কাপের দলে যুক্ত হতে পারেন পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। সোমবার নির্বাচক কমিটি বৈঠকে বসেছে। ওই বৈঠক শেষে এশিয়া কাপের দল বড় করার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের হয়ে সফরে ভালো করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরী। পেসার হাসান মাহমুদ ইনজুরিতে পড়ায় তাকে ও শরিফুলকে এশিয়া কাপের দলে যুক্ত করা হতে পারে।

অন্যদিকে এশিয়া কাপের দলে নেই কোন বিকল্প ওপেনার। তাই এনামুল হক বিজয় ও তরুণ পারভেজ ইমনের সঙ্গে নাঈমকে দলে রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার নাঈম, মৃত্যুঞ্জয় ও সাব্বির রহমানদের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ফেরার কথা।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img