31 C
Dhaka

কচুয়ায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত:

কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ পড়ে সরকারি আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের টিন শেড বিল্ডিং সহ উপজেলার ১৪৩ টি কাঁচাপাকা ঘর ভেঙ্গে কম বেশী ক্ষয় ক্ষতি হয়েছে।

এছাড়া বিভিন্ন চিংড়ি মাছের হ্যাচারি,সাদা মাছের ঘের,কৃষি ফসলের মাঠ,কলার ক্ষেত,পানের বরাজ,বিদ্যুত লাইন সহ বিভিন্ন রবি শষ্য ও সবজীর ক্ষেতের ক্ষয় ক্ষতি হয়েছ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান জানান যে, আমাদের উপজেলায় কাঁচাপাকা ঘর আংশিক ভাঙ্গা সহ বিভিন্ন চিংড়ি মাছের হ্যাচারি,সাদা মাছের ঘের,কৃষি ফসলের মাঠ, কলার ক্ষেত,পানের বরাজ,বিদ্যুত লাইন, বিভিন্ন রবি শষ্য ও সবজীর ক্ষেতের ক্ষতি হয়েছ। আমরা ৭ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের নিয়ে সকল তথ্য কালেকশনের চেস্টা করছি। বিদ্যুৎ না থাকায় সকলের সাথে যোগাযোগ করে সকল তথ্য আমরা এখনও হাতে পাইনি।আগামীদিন সকল তথ্য পেলে আমরা পুরো তথ্য জানাতে পারবো।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img