20 C
Dhaka

কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম জীবন কর। সে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের ইবন করের ছেলে।

ইবন কর জানান, পরিবারের সবার অগোচরে তার ছেলে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে ১ ঘণ্টা পর তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. এনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img