29 C
Dhaka

কিং খানের ওমরাহ হজের ছবি ও ভিডিওতে মেতেছে নেট দুনিয়া (ভিডিও)

প্রকাশিত:

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা শাহরুখ খান। হিন্দি চলচ্চিত্রে খান সাম্রাজ্যের একজন তিনি। সালমান খান, আমির খান এবং শাহরুখ খান- সমসাময়িক এই তিন তারকা অভিনেতাকে নিয়েই গড়ে উঠেছে খান সাম্রাজ্য। পঞ্চাশোর্ধ এই তিন তারকাই যুগের পর যুগ ধরে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। এখনও তাদের ছবি মুক্তি পেলেই বক্স অফিসে রীতিমতো ঝড় ওঠে।হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘু মুসলিম তারকা হিসেবে সালমান, আমির ও শাহরুখ খান যে আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সম্পূর্ণ নিজ চেষ্টায় এতদূর পথ পাড়ি দিয়েছেন তারা। ছুঁয়েছেন সাফল্যের চূড়া।

সম্প্রতি সৌদি আরবে গিয়ে ওমরা হজ পালন করেছেন শাহরুখ খান। ওমরাহ হজ পালনের সময় ক্যমেরাবন্দীও হয়েছেন প্রভাবশালী এই তারকা অভিনেতা। ওমরাহ হজ পালনরত অবস্থায় শাহরুখের ছবি এবং ভিডিও প্রকাশিত হওয়ার পর রীতিমতো শোরগোল উঠেছে নেট দুনিয়ায়। শাহরুখভক্তরা তার ওমরা হজ পালনের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেলেও কেউ কেউ আবার সমালোচনা করতেও ছাড়েননি।

শাহরুখ খানের ওমরাহ হজের ছবি ও ভিডিও প্রকাশের পরপরই সেগুলো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অন্তর্জালে। পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শাহরুখ খান তার পরবর্তী ছবি ‘ডাঙ্কি’র শুটিংয়ে সৌদি আরব গিয়েছিলেন। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটির শুটিং শেষ করার পর ওমরাহ হজ পালন করতে মক্কায় যান তিনি। তার ওমরাহ হজ পালন করার একাধিক ছবি ও ভিডিও শাহরুখ খানের দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তের ভেতর সেগুলো ভাইরাল হয়ে যায়।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img