ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এক তরুণীসহ চারজন হেরোইন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৬ জুন আনুমানিক রাত ১২:৩৫ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২৮৫ পুরিয়া (৫১ গ্রাম) হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সাহেব আলী (২৫) ও মোঃ সুমন (২৬)। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১,৩০০/- (এক হাজার তিনশত) টাকা জব্দ করা হয়।
এছাড়া র্যাব-১০ এর একই আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইশুরিয়া ও তেঘরিয়া এলাকায় দুটি অভিযান পরিচালনা করে ১৯২ পুরিয়া (৩৫ গ্রাম) হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ আজিজুল (৩০) ও সিফা (৩০)। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ২,১১০/- (দুই হাজার একশত দশ) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
