ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরে এক যুবককে ছু-রি-কা-ঘা-তে হ-ত্যা করা হয়েছে।
নিহত যুবকের নাম মোঃ সবুজ খাঁ। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি পৌর শহরের সলেমানপুর দাস পাড়া এলাকার মোঃ রহিম খাঁর পুত্র।
দাস পাড়া এলাকার শামসুদ্দিন মেকানিকের পুত্র মাদকসেবী মোঃ আলমের ছু-রি-কা-ঘা-তে সবুজ নিহত হন। হ-ত্যা-কা-রী আলম পলাতক রয়েছেন।
হ-ত্যা-কা-ন্ডে-র পর নিহত সবুজ খাঁর লা-শ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সু-র-ত-হা-ল শেষে ম-য়-না-ন্তর জন্য ম-র্গে পাঠায় পুলিশ।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মঈন উদ্দিন আহম্মেদ জানান, আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।