৯০ এর দশকে শিমলার স্থানীয় বিজেপি নেতা দীপক শর্মার স্ত্রী সীমা শর্মাকে খিচুড়ি রান্না শিখিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বিজেপি নেতার স্ত্রী মোদিকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে এই দাবি করেন। তিনি বলেন, ৯০ এর দশকে নরেন্দ্র মোদি যখন হিমাচল প্রদেশের দায়িত্বে ছিলেন, তখন তিনি তাকে (মোদি) একবার খিচুড়ি রান্না করে খাওয়ান। তবে মোদির সেই ডিস পছন্দ হয়নি।
তিনি বলেন, ৯০-এর দশকে শেষ দিকে মোদি যখন বিজেপির হিমাচল প্রদেশের দায়িত্বে ছিলেন, তখন তিনি তাকে নিখুঁত সাবুদানার খিচুড়ি রান্না শিখিয়েছিলেন। ওই বিজেপি নেতার স্ত্রী বার্তা সংস্থা পিটিআইকে জানান, ১৯৯৭ সালে তিনি নরেন্দ্র মোদির জন্য খিচুড়ি রান্না করেছিলেন। তবে মোদির সেই ডিস পছন্দ হয়নি। পরে মোদি তাকে কীভাবে খিচুড়ি রান্না করতে হয় তা শিখিয়েছিলেন।
তিনি আরো বলেন, নরেন্দ্র মোদি ১৯৯৭-১৯৯৮ সালে রাজ্য বিজেপির ইনচার্জ থাকাকালীন তাঁর ভোজনশালা, দীপক বৈশব ভোজনালয় এবং সিমলার মধ্য বাজারে অবস্থিত বাসভবনে প্রায়ই যেতেন।তিনি বছরে দুবার নবরাত্রের সময় উপবাস করতেন। মার্চ মাসে প্রথম নবরাত্রের সময়, নরেন্দ্র মোদী শুধুমাত্র জল পান করতেন এবং দশেরার আগে দ্বিতীয়টির সময় তিনি শুধুমাত্র ফল খেতেন আর কিছুই না ।

উল্লেখ্য, গত আট বছর ধরে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণত, প্রতিষ্ঠান বিরোধিতার অঙ্কে, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নেতাদের জনপ্রিয়তা কমে। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ঘটছে ঠিক তার উল্টো। তাঁর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সম্প্রতি ক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার মর্নিং কনসাল্ট নামের একটি সংস্থার জরিপ অনুসারে ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭১ শতাংশ মোদিকেই সমর্থন করেন।