শেরপুর জেলাধীন নকলা উপজেলার “বড় পাগলা” গ্রামে গতকাল সোমবার রাত ২.০০ ঘটিকায় অত্র এলাকার সাবেক মেম্বার আব্দুস সোবহান এবং তারই আপন ছোট ভাই আব্দুস ছামাদ এর গোয়াল ঘরে গরুচোর হানা দেয়।
চোরেরা সাদা একটি প্রাইভেটকার যোগে চুরি করতে আসে। এসময় তারা দুটি মাঝারি গড়নের ষাঁড় গরু চুরি করে। বড় গরু রেখে তারা মাঝারি গরু একারনেই চুরি করে যেন,প্রাইভেটকারে করেই নিয়ে যেতে পারে।

চুরিকৃত গরু নিয়ে গাড়িতে উঠার সময় গরুর ডাক শব্দে এলাকাবাসী টর্চ হাতে বেরিয়ে আসে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোর চক্রের সদস্যরা গাড়িটি রেখেই পালিয়ে যায়। নকলা মডেল থানায় খবর দিলে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিবরন শুনে গরু চুরিতে ব্যবহৃত গাড়িটি জব্দ করেন।
গাড়ির নাম্বারটি হলো ঃ- ঢাকা মেট্রো গ ১৪-০১ ৪৫। এরপূর্বে চোর চক্র আরো এলাকার কয়েকজনের গরু চুরি করে নিয়েছিলো বলে জানা যায়।
প্রশাসনের যথাযথ পদক্ষেপের মাধ্যমে চোরদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।