29 C
Dhaka

গৌরীপুরে সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময়

প্রকাশিত:

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব মিলনাতয়নে প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ, কমল সরকার, এডভোকেট জসিম উদ্দিন, নব-নির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সহ-সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সদস্য ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান প্রমুখ।

গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, সাংবাদিকদের সহযোগিতায় মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং, জুয়াসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। এ সময় সাংবাদিকদের অবাধ তথ্য প্রদানেরও আশ্বাস দেন তিনি।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img