27 C
Dhaka

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে শেষ হলো হরতাল

প্রকাশিত:

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে শেষ হলো বাম গণতান্ত্রিক জোটের হরতাল।

আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। হরতালে বন্দরের কাজ-কর্মে তেমন কোনো প্রভাব পরেনি। বন্দর নগরীতে সবকিছু স্বাভাবিক ছিল। জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট এই হরতালের ডাক দিলেও গণপরিবহনসহ সব ধরনের যানবাহন ও নগরীর দোকানপাটও খোলা ছিল।

এদিকে হরতালের সমর্থনে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট, আমতল ও রেলওয়ে স্টেশন এলাকায় মিছিল বের করে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন ছিল।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img