31 C
Dhaka

চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সীতাকুণ্ড শাখা

প্রকাশিত:

শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সীতাকুণ্ড শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সীতাকুণ্ড শাখার শুভ উদ্বোধন করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী। এসব তথ্য জানিয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মো. শাহাজাদা বসুনিয়া।

পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মো. শাহাজাদা বসুনিয়া জানিয়েছেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সীতাকুণ্ড শাখার ঠিকানা হলো- সিকিউর সিটি, হোল্ডিং নম্বর- ২৮৪, সড়ক নম্বর- ১, মহাদেবপুর, সীতাকুণ্ড বাজার, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সীতাকুণ্ড শাখার শুভ উদ্বোধনের সময় হাজির ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, সীতাকুণ্ড শাখার ম্যানেজার কাজী মুহাম্মদ আসিফ আমান, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন, সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সীতাকুণ্ড কামিল এম. এ মাদ্রাসার সহ-সভাপতি আবুল কালাম এবং সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সীতাকুণ্ড শাখার শুভ উদ্বোধন উপলক্ষে একটি দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img