20 C
Dhaka

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ঢাকায় আসছেন আজ

প্রকাশিত:

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলে চারদিনের সফরে বাংলাদেশে আসছেন। মানবাধিকার বিষয়ক কোনো প্রধানের এটিই প্রথম বাংলাদেশ সফর। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরকে স্বাগত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার বাংলাদেশে পৌঁছাবেন তিনি।

এতে আরও বলা হয়, সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও একাডেমিশিয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন মিশেল।

১৫ অগাস্ট শোক দিবসে ধানমন্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন বলেও জানায় মন্ত্রণালয়। এছাড়া কক্সবাজারের শরণার্থী শিবিরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন মিশেল।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ২০১৮ সালের অগাস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img