28 C
Dhaka

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩০টি গাঁজা গাছসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত:

গত সোমবার দুপুর থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর তালসার পুর্বপাড়ায় র‌্যাব ৬’র একটি দল সাড়ে ৮ কেজি ওজনের ৬টি তাঁজা গাঁজা গাছসহ গাঁজা চাষী কালু শেখ (৪৫) কে আটক করা হয়। কালু শেখ তালসার গ্রামের মৃত দাউদ শেখের ছেলে। সে একই গ্রামের মৃত মনিরুল ইসলামের জমি লীজ নিয়ে কলা বাগান ও মরিচ বাগানের মধ্যে গাঁজার গাছ চাষ করে আসছিল।

এসময় তার তথ্যমতে কোটচাঁদপুরের ঘাঘা গ্রামের বেলে মাঠের মরিচ চাষের জমি থেকে ও তালসার পুর্বপাড়ার কলাবাগান থেকে ৩০টি তাঁজা গাঁজা গাছ উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব ৬’র অতিরিক্ত এসপি জনাব মোঃ রাসেল।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img