31 C
Dhaka

দুধকুমার নদে ভয়াবহ ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত দুধকুমার নদের ভয়াবহ ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের চর বটতলা নামক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘন্টা ধরে চলা এই মানববন্ধনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষসহ ওই এলাকার কয়েকশত মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দুধকুমার নদের ভাঙনে তিলাই ইউনিয়নের দুটি (২ নং ও ৪ নং) ওয়ার্ডের বিপুল পরিমাণ ফসলী জমি এবং বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ না করা হলে অচিরে আরও অনেক মানুষ ভূমিহীন এবং গৃহহীন হয়ে যাবে। দুধকুমার নদের ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img