18 C
Dhaka

দুর্গাপুরে কিশোরের ম-র-দে-হ উদ্ধার

প্রকাশিত:

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় একটি ধান ক্ষেতের পাশ থেকে এক কিশোরের ম-র-দে-হ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কিশোরের নাম মাঝহারুল ইসলাম সাইমন। বয়স আনুমানিক ১৫ বছর। সে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলাধীন কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া গ্রামের বাসিন্দা ছিল। তার বাবার নাম মোঃ দ্বীন ইসলাম।

আজ সোমবার, সোমবার ১৯ সেপ্টেম্বর নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলাধীন কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে কিশোর মাঝহারুল ইসলাম সাইমনের ম-র-দে-হ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কিশোর মাঝহারুল ইসলাম সাইমন পেশায় অটোরিকশা চালক ছিল। মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সাথে রাগ করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।

এরপর সোমবার সকালে ধান ক্ষেতের পাশেই একটি গাছের সাথে গ-লা-য় র-শি পেঁ-চা-নো অবস্থায় সাইমনের ম-র-দে-হ দেখতে পান স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম-র-দে-হ উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লা-শ উদ্ধার করা হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img