মিরাজুল ইসলাম মিরাজ (৪০) নামের ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ফরিদপুর শহরের চুনাঘাটা এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত মিরাজুল ইসলাম মিরাজকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মিরাজুল ইসলাম মিরাজের ওপর আকস্মিকভাবে আর্তকিত এই হামলা চালানো হয়। তিনি ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহপ্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক। তিনি ভাটিলক্ষীপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ব্যক্তিগত কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চুনাঘাটা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।