28 C
Dhaka

দুলারহাট থানার নতুন ওসি আনোয়ারুল হক কামাল

প্রকাশিত:

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আনোয়ারুল হক কামাল যোগদান করেছেন। ২০০১ সালে তিনি সর্বপ্রথম এসআই পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

মো. আনোয়ারুল হক কামাল সাবেক ওসি মোরাদ হোসেনের স্থলাভিষিক্ত হয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে দুলারহাট থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি চাদঁপুর মতলব উত্তর থানা, কুমিল্লা বুড়িচং থানা ও কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি হিসেবে এবং ভোলা জেলা ইন্সপেক্টর (ক্রাইম এন্ড অপস) হিসাবে কর্মরত ছিলেন।

নতুন ওসি মো. আনোয়ারুল হক কামাল দুলারহাট থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন। দুলারহাট থানা সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক কামাল বরগুনা জেলার বামনা উপজেলার দক্ষিণ কাকচীড়া গ্রামের বীরমুক্তি যোদ্ধা প্রফেসার আব্দুল হাকিমের ছেলে।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img