23 C
Dhaka

দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের প্রভাবে মদ, সিগারেটসহ বাড়বে যেসব পণ্যের মূল্য

প্রকাশিত:

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার, ৯ জুন ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বিশাল এই বাজেট পেশ করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে ৫১তম এবং আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট এটি। আর চতুর্থবারের মতো বাজেট নিয়ে সবার সামনে এলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার বেলা ৩টায় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

দেশের ইতিহাসে সর্বোচ্চ এই বাজেটে বিলাসবহুল পণ্যসহ আরও বহু পণ্যে শুল্ক বৃদ্ধির প্রস্তাব করায় অনেক পণ্যেরই দাম বেড়ে যাবে।

মদ-সিগারেট :
বরাবরের মতো এবারের বাজেটেও অতিরিক্ত পরিমাণে শুল্ক আরোপের ফলে তামাকজাত পণ্যের দাম বাড়বে। এনবিআর সূত্রে জানা গেছে, দামী সিগারেটের তুলনায় কমদামী সিগারেটের দাম বেশি বাড়তে পারে। এছাড়া করারোপের কারণে মদ জাতীয় পণ্যের দামও বাড়বে। প্রস্তাবিত বাজেটে মদ আমদানিতে অগ্রিম কর ২০-২৫ শতাংশ অগ্রিম কর জুড়ে দেওয়া হয়েছে।

বিলাসবহুল পণ্য ও গাড়ি :
বাজেটের প্রভাবে আরও যেসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে একাধিক বিলাসবহুল পণ্য যেমন- প্রসাধনী সামগ্রী, সুগন্ধী, বডি স্প্রে, জুস, বিভিন্ন প্যাকেটজাত খাবার ইত্যাদি। মূল্যবৃদ্ধির তালিকায় বিলাসবহুল গাড়িও যুক্ত হতে যাচ্ছে। চার হাজার সিসির ওপরে বিলাসবহুল রিকন্ডিশন গাড়িতে এক হাজার শতাংশেরও বেশি শুল্ক হার যুক্ত হচ্ছে। ফলে আকাশছোঁয়া হবে বিলাসবহুল গাড়ির দাম।

স্মার্টফোন ও কম্পিউটার :
বাড়তি শুল্ক আরোপের কারণে আমদানিকৃত স্মার্টফোনের দাম বাড়ারও সম্ভাবনা রয়েছে। তবে দেশীয় পণ্য সুরক্ষার উদ্দেশ্যে শুল্ক আরোপ না করায় সুবিধা পাবে দেশের কোম্পানিগুলো। আমদানিকৃত কম্পিউটারের দামও বাড়বে।

গৃহস্থালী পণ্য :
শুল্ক বৃদ্ধি করায় আমদানিকৃত রেফ্রিজারেটর এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এর মূল্যও বাড়তে পারে। এছাড়া আমদানিকৃত সব ধরনের বিলাসবহুল গৃহস্থালী পণ্যেরও দাম বাড়বে।

এছাড়া গাড়ির সিলিন্ডার, আমদানিকৃত মোটরসাইকেল, টাইলস, স্যানিটারি পণ্য, ফার্নিচার, কম্পিউটার প্রিন্টারের টোনার, প্রিন্টিং কালি, জিআই ফিটিং, অ্যালুমিনিয়াম ফয়েল, লাইটার, মেডিটেশন সেবার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, আমদানিকৃত বৈদ্যুতিক তার, সব ধরনের পাইপ, সব ধরনের রাবার জাতীয় পণ্য, আমদানিকৃত সোলার প্যানেল, অপটিক্যাল ফাইবার ক্যাবল, আমদানিকৃত চেয়ার, দই, পনির, পেপার কাপলেট, আমদানিকৃত বিলাসবহুল পাখি, মাস্ক, কিটসহ সব ধরনের কোভিড-১৯ সরঞ্জামের দামও বাড়তে পারে। বাজেটের প্রভাবে ট্রেনের প্রথম শ্রেণির ভাড়াও বাড়বে।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img