31 C
Dhaka

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ১২৪

প্রকাশিত:

দেশে গত ২৪ ঘণ্টায় অদৃশ্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা রোগী শনাক্ত হয়েছে ১২৪ জন। শনিবার, ২২ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার করোনাভাইরাসে কারও মৃত্যু না হলেও ২১৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৫৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

সারাদেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৪ হাজার ২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img