18 C
Dhaka

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়েই।

শনিবার, ৬ আগস্ট বিকেলে বাংলাদেশে আসার পরপরই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর রোডে যান চীনা পররাষ্ট্র মন্ত্রী। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওয়াং ইয়েই। এসময় তাকে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে মাথা নুইয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছান চীনা পররাষ্ট্র মন্ত্রী। এসময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়েই। এসময় তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের পুরোটা সময়জুড়ে ওয়াং ইয়েইকে সঙ্গ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এর আগে শনিবার বিকেলে বাংলাদেশ সফরে আসেন চীনা প্রতিমন্ত্রী ওয়াং ইয়েই। এসময় তাকে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান কৃষিমন্ত্রী ও ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মুহম্মদ আবদুর রাজ্জাক।

চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়েই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে বাংলাদেশ সফরে এসেছেন। তিনি আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তাছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রীর।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img