18 C
Dhaka

নাটোরে মাটি চাপায় শ্রমিক নিহত

প্রকাশিত:

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে শফিকুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  শুক্রবার(২৪জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বেলগাড়ি মসিন্দায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক শফিকুল ইসলাম উপজেলার ধাপকুড়াইল গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার(২৪জুন)  শফিকুল বালু উত্তোলনের কাজ করছিল। এসময় প্রকৃতির ডাকে সারা দিতে একটি পুরোনো গর্তে নামলে হঠ্যৎ মাটি ধসে ঘটনাস্থলে তার মত্যু হয়। পরে অন্য শ্রমিকরা তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে ধসে পড়া বালুর গর্তে গিয়ে তার মরদেহ দেখতে পায়। পরে স্বজনদের খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

১নং সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোফাজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, শফিকুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img