20 C
Dhaka

নাট্যচক্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন বুধবার

প্রকাশিত:

নাট্যচক্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নবনাট্য আন্দোলনের পুরোধা সংগঠন নাট্যচক্র তার ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

নাট্যচক্র সেই অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন এবং অর্ধ-শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। বিশ্ব আইটিআই -এর সম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ যাদুঘর এবং অধ্যাপক আবদুস সেলিম, নাট্যকার, অনুবাদক। নাট্যচক্রের সভাপতি ম. হামিদ সভাপতিত্ব করবেন।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img