18 C
Dhaka

নামাজরত অবস্থায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশিত:

লক্ষ্মীপুরের রায়পুরে নামাজরত অবস্থায় সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আহসান উল্যাহ বেপারী (৫৮) নামে ইউপি সদস্য উপজেলার কেরোয়া মালিবাড়ি জামে মসজিদে শুক্রবার মাগরিবের নামাজ পড়াবস্থায় মারা যান।

তিনি উপজেলার কেরোয়া ইউনিয়নের মালিবাড়ি সংলগ্ন জব্বার আলি বেপারি বাড়ির মৃত সদু মিয়ার ছেলে ও ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার মাগরিবের ফরজ নামাজ পড়েন। পরে মসজিদের বারান্দায় সুন্নত নামাজ চলাকালে হঠাৎ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কেরোয়া ইউপির প্যানেল চেয়ারম্যান সামশুল আলম সামু বলেন, তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তার দুই ছেলেই দুবাই থাকেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img