26 C
Dhaka

নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করতে চাই আমি সেরা : ইতি শিকদার

প্রকাশিত:

বর্তমান সময়ে সবার পরিচিত মুখ অভিনেত্রী ইতি শিকদার । যে তার অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন । কাজ করেছেন মোশারফ করিমের মত গুনী অভিনেতার সাথে । সামনে দিনে ছবিতেও কাজ করবেন তিনি । নারায়নগঞ্জের ভূলতার মেয়ে তার অভিনয়ের মাধ্যেমে সবার মন জয় করতে চান ।

তার কিছু নাটকের মধ্যে রয়েছে এক পলকে, ছবি করেছেন জীবনের জুয়াসহ আরো অনেক কাজ ।বর্তমান কাজ নিয়ে কথা হয় তার সাথে । তিনি বললেন অন্য রকম কথা নিজের যোগ্যতা দিয়ে প্রমান করতে চান তিনি সেরা ।

এ ব্যাপারে কথা হয় অভিনেত্রী ইতি শিকদারের সাথে । তিনি বলেন,  নিজের যোগ্যতা দিয়ে প্রমান করতে চাই আমি সেরা  আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন । আমি যেনো সামনের দিনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি । আপনারা সবাই বেশী বেশী নাটক আর ছবি দেখবেন । আপনারা বেশী দেখলে আমরা কাজের অনুপ্রেরনা আরো বেশী পাবো । আর আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই কিছু মানুষকে বুঝাতে চাই আমি ও পারি ।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img