20 C
Dhaka

পদ্মা সেতু উদ্বোধন : ২৫ জুনের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রকাশিত:

আগামী ১৯ জুন থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এএসসি পরীক্ষা। এদিকে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হবে ২৫ জুন। ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে। সারাদেশেই সাজ সাজ রব পড়ে গেছে।

এর মধ্যেই জানা গেলো, পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষার পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত ২৫ জুনের পরীক্ষার তারিখ একদিন এগিয়ে আনা হয়েছে। কাজেই ২৫ জুনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুন।

এই তথ্য নিশ্চিত করেছেন খোদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বর্তমান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর ভাষ্য, বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিনটিতে সারাদেশের মানুষ উৎসবে মেতে উঠবে। এ কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এসএসসি পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম বন্ধের উদ্দেশ্যে দেশের সবগুলো কোচিং সেন্টার ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img