26 C
Dhaka

পদ্মা, সেতু চলে গেল থাকলো শুধু স্বপ্ন

প্রকাশিত:

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে গত ১৮ ই জুলাই তিন শিশুর জন্ম দেন সাদিয়া নামের এক মা। ওই শিশুদের নাম রাখেন ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’।

জন্মের ৬ দিন পর গত শনিবার (২৩ ই জুলাই) ‘পদ্মা’ নামের শিশুটি মারা যায়। তার ১ দিন পর গত রবিবার (২৪ ই জুলাই) রাতে ‘সেতু’ নামের শিশুটিও মারা যায়।

পদ্মা, সেতু চলে গেল থাকলো শুধু স্বপ্ন
পদ্মা, সেতু চলে গেল থাকলো শুধু স্বপ্ন

পদ্মা, সেতু চলে গেল থাকলো শুধু স্বপ্ন। শিশুদের পিতা জাহিদুল ইসলাম প্রথম কাগজ কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,

‘গত শনিবার (২৩ ই জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে পদ্মা নামের শিশুটি মারা যায়। পদ্মা মারা যাওয়ার পর সেতু ও স্বপ্ন বেশ ভালোই ছিল। হঠাৎ রবিবার আবার সেতুও মারা যায়।’

তিনি আরো জানান গত ১৮ ই জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন সাদিনা।

শিশুদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার ১ দিন পর ই শিশুদের নিজ বাড়িতে নিয়ে যান।

পদ্মা, সেতু চলে গেল থাকলো শুধু স্বপ্ন
পদ্মা, সেতু চলে গেল থাকলো শুধু স্বপ্ন

এই বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘গত শনিবার পদ্মা নামের শিশুটি মারা যাওয়ার বিষয়টি জানতে পারি এবং পরে সেতু ও স্বপ্ন নামের শিশু দুটিকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেই। কিন্তু রবিবার ও সেতু নামের শিশুটিও মারা গেছে।’

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img