29 C
Dhaka

পলাশবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

প্রকাশিত:

গাইবান্ধা প্রতিনিধি: “বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম-বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম-বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, পলাশবাড়ী সরকারি কলেজের প্রভাষক রাজিব আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএম হুমায়ন কবির, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শ্যাম সুন্দর মিত্র ও পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বছর ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। এদিন সন্ধায় জাতীয় বিজ্ঞান সপ্তাহে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল সমূহের বিপরীতে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img