26 C
Dhaka

পাটক্ষেত থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত:

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পাটক্ষেত থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে   রোববার (২৬ জুন) সকালে বালিয়াকান্দির হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত স্কুলছাত্র বাদল মোল্লা বালিয়াকান্দি উপজেলার বড় হিজলি গ্রামের হুমায়ন মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন বলেন, সকালে ওই পাট ক্ষেতের পাশে ঘাস কাটতে যান তিনি। এ সময় মরদেহটি দেখে পেয়ে বাড়ির ও স্থানীয় মানুষদের খবর দেন তিনি। 

পুলিশ জানায়, মরদেহের গোপনাঙ্গ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে এখনও পুলিশ কাজ করছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img