পিরোজপুর প্রতিনিধি: ২০ অক্টোবর সারাদেশের মতো পিরোজপুরের স্বরূপকাঠিতেও বিশ্ব সেনিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২০ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদার, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, স্বরূপকাঠি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী রূপ কুমার সাহা, স্কাউট সম্পাদক শিক্ষক জাকির হোসেন, কাব স্কাউট লিডার প্রধান শিক্ষক সামসুল হকসহ আরও অনেকে।
র্যালি শেষ হওয়ার পর শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখান ইউএনও, সহকারী কমিশনার এবং জনস্বাস্থ্য প্রকৌশলী।