আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর। পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে জিতে গেছে তাদের প্রিয় দল আর্জেন্টিনা।
ওয়ার্ম আপ সেরে নিয়ে বাংলাদেশ সময় বুধবার, ৩০ নভেম্বর দিবাগত রাত ১টায় পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে বিশ্বখ্যাত তারকা ফুটবলার লিওনেল মেসির ফুটবল দল আর্জেন্টিনা। ম্যাচের ২ মিনিটের মাথায় কর্নারের সুযোগ পায় দলটি। কিন্তু কাজে লাগাতে না পারায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়।
ম্যাচ শুরু হওয়ার পর থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় হট ফেভারিট আর্জেন্টিনাকে। প্রথমার্ধের ৫৭ শতাংশ বল নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা।
প্রথম দশ মিনিটে একাধিকবার গোল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড লিওনেল মেসি।
ম্যাচের ৩৭ মিনিটের মাথায় সবচেয়ে বড় সুযোগটি হারান লিওনেল মেসি। পেনাল্টি মিস করে বসেন এই ফুটবল জাদুকর। পোল্যান্ডের গোলরক্ষক সেজনি চমৎকারভাবে মেসির মতো ঝানু ফুটবলারের ছুঁড়ে দেয়া বল জালে ঢুকতে দেননি।
খেলার ৪৬ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা মেলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই নহেল মোলিনার পাস থেকে আলেক্সিস ম্যাক আলিস্তারের গোলে পোল্যান্ডকে পেছনে ফেলে দেয় শক্তিশালী আর্জেন্টিনা।
প্রথম গোল হওয়ার ঠিক ২১ মিনিট পর অর্থাৎ খেলার ৬৭ মিনিটের মাথায় পোল্যান্ডকে আরেকটি গোল দেয় আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয় গোলটি দেন জুলিয়ান আলভারেজ। এর মধ্য দিয়ে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে জিতে যায় আর্জেন্টিনা।
Wojciech Szczęsny. That's it. That's the tweet. pic.twitter.com/8W2b5s76D3
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022
Argentina turn on the style to finish top of Group C!@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022
🙌 See you both in the Round of 16! 🫶@Argentina | @LaczyNasPilka | #FIFAWorldCup pic.twitter.com/iu1vuwkH75
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022
Need a penalty saved? Just call this guy 🤙🇵🇱@LaczyNasPilka | #FIFAWorldCup pic.twitter.com/ANHC1ADcug
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022