26 C
Dhaka

প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়ল বড় চিতল মাছ

প্রকাশিত:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শিতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ। সেই বড়শি থেকে মাছ ছাড়াচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মাঝেও একটু সুযোগ পেলেই গণভবনের লেকে মাছ ধরতে বসে যান তিনি।

আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে পেজে শেয়ার করা তিনটি ছবিতে এমন দৃশ্য দেখা গেছে।

আওয়ামী লীগের ফেসবুকে পেজে এই ছবি শেয়ার করে লেখা হয়েছে,  ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

এদিকে ছবি শেয়ার দেয়ার ২০ মিনিটে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে দেওয়া পোস্টে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন। মন্তব্যও করেছেন তিন শতাধিক ফেসবুক ব্যবহারকারী। আর পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে তিনশোর বেশি।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img