বগুড়ায় মাটিডালি লোহার ব্রিজের নিচে করতোয়া নদীতে ভাসমান অবস্থায় মানবশিশুর মৃত ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ভ্রূণটি একটি ছেলে শিশুর। মৃত ভ্রূণটির বয়স আনুমানিক ৫ মাস।
জন্মের পর সুন্দর এই পৃথিবী দেখার অধিকার থাকলেও পৃথিবীর আলো দেখার আগেই মানুষের নৃশংসতার শিকার হয়ে ভ্রুণ অবস্থায়ই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হলো অসহায় মানবশিশুটিকে।
বৃহস্পতিবার, ২৬ মে বগুড়া সদর উপজেলার করতোয়া নদীর মাটিডালি এলাকায় লোহার ব্রিজের নিচ থেকে মানবশিশুর ভ্রূণটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে গর্ভপাতের পর ভ্রূণটি নদীতে ফেলে দেয়া হয়।
পুলিশের ধারণা, ২ থেকে ৩ দিন আগে মৃত ভ্রূণটি করোতোয়া নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পরে নদীর পানিতে ভাসতে ভাসতে ভ্রূণটি মাটিডালি লোহার ব্রিজের নিচে চলে আসে।
মাটিডালি লোহার ব্রিজের নিচে নদীর পানিতে মানবশিশুর ভ্রূণ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মানবশিশুর ভ্রূণটি উদ্ধার করে পুলিশ। এরপর সেটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অমানবিক এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।