আন আইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট বা সংক্ষেপে ইউএফও। বাংলায় অর্থ করলে দাঁড়ায় অজানা উড়ন্ত বস্তু। সহজ কথায় আকাশে দৃশ্যমান যে কোনো অচেনা কিংবা অজানা বস্তু বা আলোকে ইউএফও হিসেবে অভিহিত করা হয।
সাধারণত অজানা উড়ন্ত বস্তুর সাথে ভিনগ্রহ থেকে আগত বুদ্ধিমান কোনো প্রাণির যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইউএফও নিয়ে বেশ মাতামাতি হলেও বাংলাদেশের আকাশে কখনোই ইউএফও দেখা যায়নি।
কিন্তু সম্প্রতি বাংলাদেশের আকাশে এক রহস্যময় উড়ন্ত বস্তু দেখা যায়। উড়ন্ত সেই বস্তুর ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রীতিমতো ভাইরাল হয়ে যায়।
গত বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর সন্ধ্যার দিকে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে রহস্যময় একটি বস্তুকে উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অনেকেই সেটিকে ভিনগ্রহের প্রাণির বাহন বা ইউএফও বলে ধারণা করেন।
কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায়, রহস্যময় উড়ন্ত বস্তুটি আসলে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠনের তৈরি সলিড ফুয়েলের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবরের বলা হয়, অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা সফলভাবে সম্ন্ন করেছে ভারত। ভারতের উড়িষ্যা থেকে উৎক্ষেপণ করা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি দেখেই ইউএফও ভেবে ভুল করেন বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের সাধারণ মানুষ। শক্তিশালী পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইলটির রেঞ্জ প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার বলেও জানানো হয় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে।