28 C
Dhaka

বাংলাদেশ সরকারের অনুমোদন পেল “প্রেস হেলথ কেয়ার”

প্রকাশিত:

ডা. আজাদ খান, জামালপুর,স্টাফ রিপোর্টার : তাং ৩০ আগষ্ট ২০২২ খ্রী. ৩০ শে আগষ্ট সকালে এক প্রেস ব্রিফিংয়ে ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর সংবাদ কর্মীদের জানান সাংবাদিকদের সাস্থ্য সেবা প্রদান করার লক্ষ্যে ই-প্রেস ক্লাবের কার্যক্রমের অন্তরভুক্ত প্রেস হেলথ কেয়ার লিমিটেড কে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধন প্রদান করেছেন।

যার নিবন্ধন নাম্বারঃ [ Reg. No. C-183388 ] চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বের প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব। সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রেস হেলথ কেয়ার প্রতিষ্টার উদ্যোগ গ্রহন করে সংগঠন টি। শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সারাদেশে একযোগে প্রেস হেলথ কেয়ারের যাত্রা শুরু হবে। “প্রেস হেলথ কার্ড, প্রেস ব্লাড ব্যাংক, প্রেস ডায়াগনস্টিক, প্রেস ড্রাগ হাউজ, প্রেস হসপিটাল,

প্রেস এম্বুল্যান্স সার্ভিস সহ নানাবিধ পদক্ষেপ ও পরিকল্পনা হাতে নিয়েছে ই-প্রেস ক্লাব । এ ব্যপারে জানতে চাইলে সিলেট বিভাগীয় উদ্যোক্তা মাসুদ লস্কর বলেন- নানাবিধ স্বাস্হ্য ঝুঁকি নিয়ে কাজ করে সাংবাদিকেরা।

আজ হতে সাংবাদিকদের স্বাস্হ্য সেবার এক নতুন দিগন্ত উম্মোচন হল।ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লিখা থাকবে প্রতিষ্টাতা সৈয়দ ফজলুল কবীর এর অবদান। চট্রগ্রাম বিভাগীয় উদ্যোক্তা সৈয়দ আবু মুসা বলেন- সাংবাদিকদের নানাবিধ শারীরিক সমস্যাগত দিক বিবেচনা করে, স্বাস্হ্য নিরাপত্তার কথা ভেবেই ই-প্রেস ক্লাবের এ মহান উদ্যোগ।

সে সাথে সেবা মুলক স্বাস্হ্যক্ষাত উদ্যোগ গ্রহণের মাধ্যমে “আন্তর্জাতিক ই-প্রেস ক্লাব”কে “প্রেস হেলথ কেয়ার” স্বাস্হ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধন প্রদান করায় আমি ব্যাক্তিগত ভাবে শ্রদ্ধার সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img