26 C
Dhaka

বালু উত্তোলনকারীকে লাখ টাকা জরিমানা, ২০ লাখ টাকার বালু বাজেয়াপ্ত

প্রকাশিত:

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর মৌজায় এক ভূমি দস্যু ও অবৈধ বালু উত্তোলনকারীকে এক লক্ষ (১০০,০০০) টাকা জরিমানা করেছেন মহেশপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন।

কোটচাঁদপুর উপজেলার বলুহর বাওড় সংলগ্ন ও মহেশপুর উপজেলার কাকিলাদাড়ী থেকে প্রতি বছর মহেশপুরের জুগীহুদো গ্রামের জালাল উদ্দিন এর ছেলে তরিকুল ইসলাম (৪৫) বাওড়ের কিনার থেকে প্রায়শই চুরি করে বালু উত্তলোন করে বিক্রি করেন।
তারই ধারাবা‌হিকতায় গত কয়েকদিন ধরে পুনরায় বালু উত্তোলন শুরু করলে ১৬ নভেম্বর দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিয়ে যে জায়গায় বালু উত্তোলন করা হয় তার পাশের জমির মালিক বহুবার নিষেধ করা সত্বেও বেপরোয়াভাবে কোন আইনের তোয়াক্কা না করে হাজার হাজার গাড়ী বালু উত্তোলন করে বিক্রি করতে থাকেন।

সরেজমিনে গিয়ে সাংবাদিকরা দেখতে পান এবং তাৎক্ষণিক মহেশপুর উপজেলার এসিল্যান্ড শরীফ শাওনকে জানালে তিনি এসবিকে ইউনিয়নের নায়েব আরিফকে নির্দেশ দিলে তিনি এসে বালু উত্তোলন বন্ধ করেন।

পরবর্তীতে শরীফ শাওন এসে বিষয়টি পর্যালোচলা করে ২০১০ সালের বালু সংরক্ষণ আইনের ১৫/১ ধারা অনুযায়ী
তরিকুলের বালু বাজেয়াপ্ত করাসহ এক লক্ষ টাকা জরিমানা করেন।

ঘটনার সময় তরিকুল উপস্থিত না থাকায় তার ভাই আরিফুলকে ঘটনাস্থল থেকে মহেশপুর থানার এসআই রেজাউল ইসলামের জিম্মায় দেওয়া হয়।

এ ব্যাপারে মহেশপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন বলেন, ভূমি সংশ্লিষ্ট আইনবিরোধী কর্মকান্ডে জড়িত যে ব্যাক্তিই হোক না কেন তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img