26 C
Dhaka

শুক্রবার থেকে দেশজুড়ে দর্শক মাতাবেন বুবলি (ভিডিও)

প্রকাশিত:

ঢাকাই ছবির হার্টথ্রব নায়িকা বুবলি ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো বলে। ১৭ জুন, শুক্রবার মুক্তি পাচ্ছে সংবাদ পাঠিকা থেকে দেশের প্রথম সারির চিত্রনায়িকা বনে যাওয়া শবনম বুবলির নতুন ছবি ‘তালাশ’।

‘তালাশ’ ছবির পরিচালকের আসনে রয়েছেন দেশের নন্দিত নির্মাতা সৈকত নাসির। নির্মাতা সূত্রে জানা গেছে, দেশজুড়ে অর্ধশত প্রেক্ষাগৃহে ‘তালাশ’ মুক্তি পাবে।

ঢালিউড কিং শাকিব খানের নায়িকা হিসেবে পরিচিতি পেলেও এবার আনকোড়া নতুন এক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের ঢালিউড প্রতিনিধি শবনম বুবলি। রোমান্টিক-থ্রিলার ঘরানার ‘তালাশ’ ছবিতে স্মার্ট, শিক্ষিত ও আধুনিক এই নায়িকার বিপরীতে দেখা যাবে নবাগত চিত্রনায়ক আজাদ আদরকে।

চলচ্চিত্রাঙ্গণের নতুন বাসিন্দা হলেও আজাদ আদরের মিডিয়ায় পদচারণা মোটেও নতুন নয়। প্রায় আট বছর ধরে মিডিয়া ভুবনের বাসিন্দা তিনি। শুরুটা হয়েছিল ২০১৪ সালে। সে বছর চ্যানেল আই টিভি চ্যানেলের জনপ্রিয় ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হন তিনি। ২০১৯ সালে ‘ট্র্যাপ’ ওয়েব সিরিজে দেখা যায় তাকে।

শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটছে ‘তালাশ’ ছবির দলের সদস্যদের। সম্প্রতি ছবিটির বিহাইন্ড দ্য সিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ‘তালাশ’ ছবির নায়ক আদর আজাদ ছবিটির আরেক অভিনেতা যোজন মাহমুদকে বেদম পেটাচ্ছেন।

ইতোমধ্যে ‘তালাশ’ ছবির গান, ফার্স্টলুক এবং তিন মিনিট ব্যাপ্তির শ্বাসরুদ্ধকর ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে।

‘তালাশ’ ছবিটি নির্মিত হয়েছে ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে। ছবির কাহিনি যৌথভাবে লিখেছেন সৈকত নাসির ও আসাদ জামান। সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। ছবিতে বুবলি, আজাদ আদর ছাড়াও অভিনয় করেছেন ২০১০ সালের ‘ইউ গট দ্য লুক’ চ্যাম্পিয়ন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদসহ আরও অনেকে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img