31 C
Dhaka

ব্যতিক্রমী জীবনযাপন অক্ষয় পুত্রের

প্রকাশিত:

বলিউডের অনেক তারকাসন্তান এখনও নাম লেখাননি অভিনয়ে। এদিক থেকে বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার পুত্র আরাভ কুমার একটু ব্যতিক্রমী।

বছরজুড়ে অন্য তারকাদের সন্তানরা নানান পার্টি নিয়ে ব্যস্ত থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় তাদের সরব উপস্থিতি। অধিকাংশ সন্তানরাই চায় বাবা-মায়ের মতো অভিনয় জগতে নিজের ক্যারিয়ার গড়তে। কিন্তু অক্ষয় পুত্র আরাভ সম্পূর্ণই তার বিপরীত।

হিন্দুস্তান টাইমসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন কথাই বলেন অক্ষয়। অক্ষয় কুমার বলেন, আমার বাড়িতে অন্যদের থেকে একেবারেই আলাদা চিত্র। আমি আমার ছেলে আরাভকে সিনেমা দেখাতে চাই, তার সঙ্গে আলোচনা করতে চাই ছবি নিয়ে। কিন্তু সে কোনো ভাবেই সিনেমা দেখতে চায় না। সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত। পড়াশোনা কিংবা ফ্যাশন ডিজাইনিংয়ে ক্যারিয়ার করতে চায় আরাভ।

উল্লেখ্য, ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। ২০০২ সালে জন্ম হয় এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের। বর্তমানে আরাভ দেশের বাইরে পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া এ তারকা দম্পতির নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img