28 C
Dhaka

ব্ল্যাক আউটে ৩ ঘন্টা বিদ্যুৎহীন পুরো খুলনা ও বরিশাল বিভাগ

প্রকাশিত:

ব্ল্যাক আউটে পুরো খুলনা ও বরিশাল বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। ঈশ্বরদী ২৩০/১৩২ উপকেন্দ্রে ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাটের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর সকাল ৯টায় ব্ল্যাক আউটের সময় পুরো খুলনা ও বরিশাল বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বিদ্যুৎ বিভ্রাটের এই তথ্য নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র।

এ প্রসঙ্গে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানায়, গ্রিড উপকেন্দ্রের ট্রিপের কারণে খুলনা ও বরিশাল বিভাগের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পরে খুলনা বিভাগে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।

অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সকাল ৯টা থেকে দুপুর ১২.১৫ মিনিট পর্যন্ত বরিশাল বিভাগে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকে।

এ বিষয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা খান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে সমস্যা দেখা দেয়। ট্রিপের কারণে পুরো খুলনা ও বরিশাল বিভাগের পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার আংশিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা খান আরও জানান, রাজশাহীতে আধা ঘন্টার ভেতরেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। বাকি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহও শিগগিরির স্বাভাবিক হয়ে যাবে।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর সারাদেশে ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। তখনও একই গ্রিড উপকেন্দ্রের ট্রিপের কারণে সারাদেশে ব্ল্যাক আউটের ঘটনা ঘটে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img