29 C
Dhaka

ভালুকায় ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

প্রকাশিত:

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম নামের এক অটোচালক মর্মান্তিকভাবে মারা গেছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভালুকা উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ীর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুর্ঘটনাটি ঘটে। এসময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। নইলে যাতায়াতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা ছিল।

স্থানীয়রা জানায়, ভালুকাগামী অটোরিকশাটিকে পিছন থেকে অজ্ঞাত একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচালক মারা যান। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লা-শ উদ্ধার করে। নিহত আমিনুল উপজেলার ভরাডোবা ডিমাইলপাড়া এলাকায় ভাড়া থাকতো। অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত সে। কুড়িগ্রামের রাজারহাট এলাকার মরহুম আহম্মেদ আলীর ছেলে।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, নিহত আমিনুল ইসলামের লা-শ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি কার্যক্রম প প্রক্রিয়াধীন রয়েছে বলেও জেনেছেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img